জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সারাদেশে চলছে পরিবহন ধর্মঘট
- আপডেট সময় : ০৭:২৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সারাদেশে চলছে পরিবহন ধর্মঘট। বেসরকারি বাস, মিনিবাস, ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে কর্মজীবীসহ সাধারণ মানুষ। কাল থেকে চট্টগ্রামে গণপরিবহন চলবে বলে জানিয়েছে মালিক সমিতির একাংশ।
কেরোসিন ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো দেশজুড়ে বন্ধ আছে পরিবহণ চলাচল। পরিবহন মালিক-শ্রমিক যৌথভাবে এ কর্মসূচি পালন করছে।
বগুড়া ও পাবনার পরিবহন ধর্মঘটে বন্ধ আছে পণ্য পরিবহন। যাত্রী পরিবহন না করায় দুর্ভোগে জনসাধারণ।
পরিবহন মালিক শ্রমিকদের ডাকা ধর্মঘটের সিদ্ধান্তে ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। দ্বিতীয় দিনে বেশী ভোগান্তিতে পড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির নিয়োগ পরীক্ষার্থীসহ সবাই।
জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশাল থেকে বন্ধ আছে যাত্রী বাস ও পণ্য পরিবহন। টানা দ্বিতীয় দিনের মতো নগরীর দুটি বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি অভ্যন্তরীন ও দূরপাল্লা রুটের গণপরিবহন।
সারাদেশের মত দিনাজপুর থেকে ২৬টি রুটের যান চলাচল বন্ধ আছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে যাত্রীবাহী বাসগুলো টানা দ্বিতীয় দিনের মত বন্ধ রয়েছে। এতে নৌ-রুটে যাত্রীরা পড়েছেন চরম দূর্ভোগ ও ভোগান্তিতে।
ধর্মঘটের ২য় দিনে বেনাপোল স্থল বন্দরের আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। বন্দর এলাকায় দূরপাল্লার কোন পরিবহন চোখে পড়েনি। ভোগান্তিতে পাসপোর্ট যাত্রীরা।
সারাদেশে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নেত্রকোনায় ২য় দিনের মত চলছে দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে।
এছাড়াও শেরপুর, নড়াইল, ঝালকাঠি,… তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট চলছে।
এদিকে, চট্টগ্রাম মহানগরীতে আগামী রোববার সকাল থেকে গণপরিবহন চলবে, জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতি। দুপুরে সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল।