ইউপি নির্বাচনকে ঘিরে আ’লীগের নেতাকর্মীরা নিজেদের মধ্যেই সহিংসতায় জড়িয়ে পড়ছে : ফখরুল
- আপডেট সময় : ০৮:২৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের মধ্যেই সহিংসতায় জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজেদের সিন্ডিকেটের কারসাজিতেই জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করা হচ্ছে। এখন সরকার তা নিয়ন্ত্রণে কোন ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে রাজধানীতে এক স্মরণসভায় এসব মন্তব্য করেন তারা।
শনিবার সকালে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের স্মরণসভায় যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এতে অংশ নিয়ে বিএনপি নেতারা দলকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান।
দলের স্থায়ী কমিটির সদস্যরা বলছেন, আওয়ামীলীগ সিন্ডিকেট কারসাজির কারণে নিত্যপণ্যের দাম দিন দিন বাড়ছে। বিএনপির আন্দোলনের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য গঠনের চেষ্টা চলছে।
সরকারের সব কিছুর ওপর নিয়ন্ত্রন হারিয়ে চুরি ও দুর্নীতিতে লিপ্ত হয়েছে বলে দাবি করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংকট উত্তরণে সরকার পতনের বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এ সময় ইউপি নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি।