সিয়েরা লিওনে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত অন্তত ৯১ জন
- আপডেট সময় : ০৮:৫২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সিয়েরা লিওনে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত ৯১ জন। যুক্তরাষ্ট্রে সংগীত উৎসবে হুড়োহুড়িতে নিহত হন ৮ জন। এছাড়া, উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মারা গেছেন ব্রাজিলের সঙ্গীতশিল্পী ম্যারিলিয়াসহ চার জন।
শুক্রবার ফ্রিটাউনের ব্যস্ত এলাকায় ৪০ ফুট দীর্ঘ তেলের ট্যাঙ্কারের সঙ্গে অন্য একটি পরিবহণের সংঘর্ষ হয়। সরকারিভাবে নিহতের সংখ্যা প্রকাশ করা না হলেও স্থানীয় মিডিয়ায় প্রচারিত দুর্ঘটনার কিছু ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অ্যাস্ট্রোওয়ার্ল্ড ফেস্টিভ্যালের কনসার্টে প্রায় ৫০ হাজার দর্শকের উপস্থিতি ছিল। মঞ্চের সামনে যেতে হুড়োহুড়ো করলে মানুষের চাপে অন্তত আটজন নিহত হন। অনেকে পড়ে গিয়ে জ্ঞান হারান। হাসপাতালে ভর্তি ১৭ জনের মধ্যে ১০ জন হার্ট অ্যাটাক হয়।
উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ব্রাজিলের জনপ্রিয় সংগীতশিল্পী ম্যারিলিয়া মেন্দোনসা। ম্যারিলিয়ার ব্যক্তিগত উড়োজাহাজে তার থাকা চাচা, প্রযোজক এবং দুজন ক্রু’র মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যায় কারাতিঙ্গা শহরে একটি কনসার্ট ছিল ব্রাজিলের তুমুল জনপ্রিয় এই শিল্পীর। মিনাস গেরাইস প্রদেশের একটি প্রত্যন্ত অঞ্চলের ওই কনসার্টস্থল থেকে ১২কিলোমিটার দূরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ব্রাজিলে ‘বেদনার রানি’ হিসেবে পরিচিত ম্যারিলিয়া মেন্দোনসা।