সন্ত্রাসীদের গুলিতে আহত কক্সবাজার জেলা শ্রমিক লীগ সভাপতির মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
সন্ত্রাসীদের গুলিতে আহত কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম মারা গেছেন। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গত শুক্রবার রাত ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার লিংক রোডে ছোট ভাইয়ের অফিসে সন্ত্রাসীর গুলিতে আহত হন এই শ্রমিক নেতা। এসময় জহিরুল ইসলাম ছাড়াও তার ছোট ভাই ঝিলংজা ইউনিয়ন পরিষদের মেম্বার কুদরত উল্লাহ সিকদারসহ আরো তিনজন গুলিবিদ্ধ হন। শুক্রবার রাতেই তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সদর থানার ওসি শেখ মুনির-উল গিয়াস জানান, চিকিৎসাধীন অবস্থায় জহিরুল ইসলাম দুপুর ১টার দিকে মারা গেছেন। তবে, পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ করা হয়নি। এদিকে, তার মৃত্যুর খবরে ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকায় বিক্ষোভ মিছিলসহ যান চলাচল বন্ধ করে দেয় তার সমর্থকরা।