পূর্ণাঙ্গ রায় পাওয়ার আগে দণ্ডিত ব্যক্তির ফাঁসি কার্যকর করা যাবে না : আদেশ আপিল বিভাগের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
পূর্ণাঙ্গ রায় পাওয়ার আগে যেন দণ্ডিত ব্যক্তির ফাঁসি কার্যকর না হয়, সেজন্য অ্যাটর্নি জেনারেলকে কারা-মহাপরিদর্শকের সঙ্গে কথা বলতে নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
কুষ্টিয়ায় কিশোরী সাবিনাকে ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শুকুর আলীর আপিলের ‘পূর্ণাঙ্গ রায় পাওয়ার আগেই ফাঁসি কার্যকর প্রক্রিয়া’ শুরুর বিষয়টি আপিল বিভাগের নজরে আনেন আসামিপক্ষের আইনজীবী। পরে শুনানি নিয়ে আদালত এ নির্দেশ দেয়। একই সঙ্গে কিশোরী সাবিনাকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি শুকুর আলীর মৃত্যুদণ্ড কার্যকর আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ মহাপরিদর্শক ও কারা কর্তৃপক্ষকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি আসামি শুকুর আলীর আইনি প্রক্রিয়া মেনে রিভিউ আবেদন করতে বলেছে আপিল বিভাগ।