বাসের পরে এবার বাড়লো লঞ্চভাড়াও
- আপডেট সময় : ০৯:৫০:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
ডিজেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে বাসের পরে এবার বাড়লো লঞ্চভাড়াও। কম দূরত্বে লঞ্চের ভাড়া ৩৫ দশমিক ২৯ শতাংশ ও বেশি দূরত্বের ক্ষেত্রে ৪২ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। একই সঙ্গে চলমান লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
সন্ধায় রাজধানীর মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে সরকারের সঙ্গে লঞ্চ মালিকদের বৈঠকে ভাড়া বাড়ানো ও ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থে কে একজন যাত্রীর লঞ্চ ভ্রম ণের জন্য প্রতি কি লো মিটারে খরচ পড় বে ২ টাকা ৩০ পয়সা। যা ২০১৩ সাল থে কে ছিল ১ টাকা ৭০ পয়সা। এর আগে বৈঠ কের শুরু তে লঞ্চ ভাড়া ৮৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছিল বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি। বর্তমা নে নির্ধা রিত প্রতি কিলোমিটারে লঞ্চ ভাড়া ১ টাকা ৭০ পয়সার স্থলে ৩ টাকা ১১ পয়সা করার প্রস্তাব দিয়েছিল সংগঠনটি। পরে দীর্ঘ আলোচনা এবং দর কষাক ষির এক পর্যা য়ে মা লিক স মি তির তরফ থে কে কি লো প্রতি ১ টাকা ৪১ পয়সার বদ লে ৭৫ পয়সা বাড়া নোর ব্যাপা রে প্রস্তাব দেওয়া হয়। প্রাথ মিকভা বে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ৪৯ পয়সা বাড়া নোর ব্যাপা রে সম্মতি প্রকাশ ক রে। কিন্তু সে প্রস্তা বে রা জি হয় নি লঞ্চ মা লিক স মি তির নেতৃবৃন্দ। দ্বিপা ক্ষিক আলো্চনার পর প্রতি কি লো মিটা রে লঞ্চ ভাড়া সরকা রি তরফ থে কে ৬০ পয়সা বা ড়ি য়ে ২ টাকা ৩০ পয়সা করার ব্যাপা রে বিআইডব্লিউটিএ কর্তৃপ ক্ষ বাংলা দেশ লঞ্চ মা লিক স মি তির নেতৃবৃ ন্দের কা ছে তা দের সম্ম তি জানান।