রওশন এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে
- আপডেট সময় : ১২:২৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
থাইল্যান্ডে চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। ছেলে সাদ এরশাদ, ছেলের বউ মহিমা এরশাদ ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন তিনি।জাতীয় পার্টির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন রওশন এরশাদ। তাঁর শারীরিক অবস্থার উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন চিকিৎসকেরা। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতে রওশন এরশাদকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককে নেওয়া হয়। রওশন এরশাদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। পারিবারিক সূত্র জানায়, ৭৮ বছর বয়সী রওশন এরশাদ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। তিনি আড়াই মাসের বেশি সময় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে-সিএমএইচ’এ চিকিৎসাধীন ছিলেন। রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সাংসদ।