আওয়ামী লীগ মানে উন্নয়ন আর বিএনপি মানে ধ্বংস
- আপডেট সময় : ০২:১৮:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ মানে উন্নয়ন আর বিএনপি মানে ধ্বংস– এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি’র টিকে থাকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। লন্ডনে প্রবাসীদের দেয়া সংবর্ধনায় এ সব কথা বলেন তিনি । দেশের উন্নয়ন ধারা কোন ভাবেই যাতে ব্যাহত না হয়, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশের অর্থনৈতিক পরিকল্পনায় প্রবাসীদের সরাসরি অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সব ধরনের সুযোগ করে দিতে প্রস্তুত তার সরকার।
লন্ডন সফরের শেষ কর্মসূচি হিসেবে প্রবাসী বাংলাদেশীদের দেয়া সংবর্ধনায় যোগ দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শহরের কুইন এলিজাবেথ সেন্টারে আয়োজিত সংবর্ধনায়, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও অংশ নেন, লন্ডনে বসবাসরত বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশীরা।
স্থানীয় শীর্ষ নেতাদের পর প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, যে কোন প্রতিবন্ধকতায় দেশের উন্নয়নে কাজ করে যাওয়া তার সরকারে অন্যতম লক্ষ।
আওয়ামী লীগ মানে উন্নয়ন আর বিএনপি মানে ধ্বংস, এমনটা জানিয়ে আগামিতে আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানান, দলের সভানেত্রী ।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী ব্যবসায়ীদের এগিয়ে আসার কথাও জানান, শেখ হাসিনা। বলেন, তার জন্য যেকোন ধরনের সহযোগিতা করতে চায়, সরকার ।
চলমান বৈশ্বিক মহামারি করোনা নিয়ন্ত্রণে সবাইকে স্বাস্থ্যসবিধি মেনে চলার পরামর্শ দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।