লঞ্চে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা নির্ধারণ করেছে সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৩:২০ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
লঞ্চে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা নির্ধারণ করেছে সরকার। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
আজ থেকেই নতুন ভাড়া কার্যকর হবে। আগে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ছিল ১৮ টাকা। নৌপথে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ৬০ পয়সা। প্রথম ১০০ কিলোমিটার গন্তব্যের ক্ষেত্রে নতুন ভাড়া অনুযায়ী যাত্রীদের দিতে হবে ২ টাকা ৩০ পয়সা। এর চেয়ে বেশি দূরত্বে গেলে প্রতি কিলোমিটারে লাগবে ২ টাকা। আগে লঞ্চ ভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ছিল ১ টাকা ৭০ পয়সা। তার ঊর্ধ্বে প্রতি কিলোমিটার গন্তব্যে যেতে লাগতো ১ টাকা ৪০ পয়সা।