টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার ধলাপাড়া সরিষাআটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ধলাপাড়া ইউপি চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভূঁইয়া বলেন, ওই তিন শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিল। এ সময় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।এসময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। নিহতরা হল-শাহজালালের ছেলে আবু বকর, রমজান আলীর ছেলে সাইম ও মজির উদ্দিনের ছেলে শরীফ।