বাড়তি ভাড়া নিয়ে বাস-শ্রমিকদের সাথে যাত্রীদের দিনভর বাগ-বিতণ্ডা
- আপডেট সময় : ০৭:৪৩:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
সরকার শুধু ডিজেল চালিত বাসের ভাড়া বাড়ালেও, রাজধানীতে সিএনজিচালিত বাসগুলোও নিচ্ছে বাড়তি ভাড়া। এ নিয়ে যাত্রীদের সঙ্গে দিনভর বাগ-বিতণ্ডা চলে পরিবহন শ্রমিকদের। মালিকের নির্দেশনা অনুযায়ী বাড়তি ভাড়া আদায় করতে হচ্ছে বলে জানান শ্রমিকরা। যাত্রীদের অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি আদায় করা হচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর পরিবহন ধর্মঘটের মুখে সরকার বাসভাড়া ২৭ শতাংশ এবং লঞ্চভাড়া ৩৫ শতাংশ বাড়িয়েছে।
গত বৃহস্পতিবার থেকে ডিজেল-কেরোসিনের দাম প্রতি লিটার ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনর্নির্ধারণ করে সরকার। পরে, পরিবহন মালিকদের আন্দোলনের মুখে গণপরিবহনের ভাড়াও পুনর্নির্ধারণ করা হয়। আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে প্রতি কিলোমিটার সর্বোচ্চ ভাড়া ১ টাকা ৪২ পয়সার স্থলে ১ টাকা ৮০ পয়সা করা হয়। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসে প্রতি কিলোমিটার ২ টাকা ১৫ পয়সা ও মিনিবাসে ২ টাকা ৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। বাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া বাসে ১০ মিনিবাসে ৮ টাকা করা হয়েছে।
কিলোমিটার প্রতি লঞ্চ ভাড়া ৬০ পয়সা বাড়ানো হয়েছে। কম দূরত্বে ৩৫ দশমিক ২-৯ শতাংশ ও বেশি দূরত্বের ক্ষেত্রে ৪২ শতাংশ বাড়ানো হয়েছে।
দফায় দফায় বাস ভাড়া বাড়লেও, সাধারণ মানুষের আয় বাড়েনি। হঠাৎ করে এ বাড়তি ভাড়া দিতে তাদের হিমশিম খেতে হবে বলে ক্ষোভ জানায়।
সরকার নির্ধারিত বাসের ভাড়া সর্বনিম্ন ১০ টাকা করা হলেও যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে ১৫ টাকা।