ঝিনাইদহে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়ার প্রকোপ
- আপডেট সময় : ০২:২৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। শীত মৌসুম শুরুর আগেই গত ৩ দিনে জেলার সদর হাসপাতালে ২ শতাধিক রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালে সিট না পেয়ে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। আর বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। চিকিৎসকরা বলছেন, একদিকে বিশুদ্ধ পানির অভাব, অন্যদিকে করোনাকালে দারিদ্র্য বাড়ায় পচাবাসি খাবার খেয়ে ডায়রিয়া বাড়ছে। সুস্থ থাকতে বিশুদ্ধ পানি পানের পাশাপাশি পচাবাসি খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তারা।
সদর হাসপাতালের ওয়ার্ড, বেড কিংবা মেঝেতে পর্যন্ত নেই তিল ধারণের ঠাঁই। হাসপাতালে ডায়রিয়ার আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে নারী ও বয়স্ক রোগীরা। বেশ কয়েকটি এলাকার রোগীদের ভিড় বাড়ছে প্রতিনিয়ত। সীমিত আসন ও জনবল সংকটে হিমশিম অব্স্থা হাসপাতালের। কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত রোগীরা।
স্বজনদের অভিযোগ হঠাৎই বেড়ে গেছে রোগী ভর্তি। পানির কারণে ডায়রিয়ার সমস্যা দেখা দিয়েছে, মনে করেন রোগী ও চিকিৎসকরা।
একই মত দিচ্ছেন চিকিৎসকরা। এখন পর্যন্ত সুস্থ আছেন তাদের বিশুদ্ধ পানি পানের পাশাপাশি বাসি খাবার না খাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। চিকিৎসার পাশাপাশি পর্যাপ্ত ঔষধ ও স্যালাইন দেয়া হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে, গেলো এক সপ্তাহে সদর হাসপাতালে ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছে ২শ’ ২০ জন রোগী। আর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ১২০ জন।