বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ৬ হাজার পণ্য বোঝাই ট্রাক
- আপডেট সময় : ০২:৩৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল কালিতলা পার্কিংয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে ৬ হাজার আমদানি পণ্য বোঝাই ট্রাক। ফলে বড় ধরনের জটে পড়তে যাচ্ছে দু’দেশের আমদানি-রফতানি বাণিজ্যে।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, দেশীয় শিল্পের ৭৫ শতাংশ কাঁচামাল এবং নানা খাদ্যপণ্য আমদানি হয় এই বন্দর দিয়ে। ভারতীয় বন্দরে চাঁদাবাজি ও আমদানির দীর্ঘসূত্রিতা এড়াতে স্থলবন্দরটি থেকে মুখ ফেরাচ্ছেন বাংলাদেশের অনেক আমদানিকারক। বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এ সমস্যা নিয়ে ভারতীয় কাস্টমস, বন্দর ও সেখানকার ব্যবসায়ীদের সাথে একাধিকবার বৈঠক করলেও তা সফল হয়নি। আর এমন টানাপোড়েনের প্রভাব পড়তে শুরু করেছে রাজস্ব আয়ে। বেনাপোল বন্দর দিয়ে দিনে একসময় প্রবেশ করতো ৭ থেকে ৮শ’ পণ্যবাহী ট্রাক। আর্থিক ক্ষতি এড়াতে আমদানিকারকদের অনাগ্রহে সে সংখ্যা কমে দাড়িয়েছে আড়াইশ’তে।