জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৬:০০ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু। বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এ ভর্তিযুদ্ধ।
প্রতিদিন মোট পাঁচটি শিফ্টে ভর্তি পরীক্ষা হবে। চলবে আগামী ২১শে নভেম্বর পর্যন্ত। এ বছর ভর্তি পরীক্ষায় মোট ৯টি ইউনিটে বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৮৮৯টি আসনের বিপরীতে অংশ গ্রহণ করবে ৩ লাখ ৮ হাজার ৬০৬ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী। গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ৭ ও ৮ নভেম্বরের পরিক্ষা পিছিয়ে আগামী ২০ ও ২১ নভেম্বর নির্ধারণ করা হয়। গণপরিবহনের ধর্মঘট থাকায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। করোনার কারণে দীর্ঘ দেড়বছর পর ১১ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলো খুলে দেয়া হয়। ২১ অক্টোবর থেকে শুরু হয় স্বশরীরে ক্লাস ও পরীক্ষা।