মাত্র ৫০ টাকা বকশিস কম দেয়ায় অক্সিজেন মাক্স খুলে স্কুল ছাত্রের মৃত্যু
- আপডেট সময় : ০৮:১৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
মাত্র ৫০ টাকা বকশিস কম দেয়ায় হাসপাতাল বেড থেকে অক্সিজেন মাক্স খুলে নেয়ায় বিকাশ চন্দ্র নামের অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
অমানবিক ঘটনাটি ঘটেছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনার পর হাসপাতলের কর্মচারী আসাদুজ্জামান ধলু পালিয়ে গেছে। হাসপাতাল কতৃর্পক্ষ ডা: মনির আলী আকন্দকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিকাশ গাইবান্ধার সাঘাটা থানার পুটিমারি গ্রামের বিশু চন্দ্র কর্মকারের ছেলে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বাইসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে একটি মোটরসাইকেলের সঙ্গে সংর্ঘষে বিকাশ মাথায় গুরুতর আঘাত পায়। তাকে সাঘাটা উপজেলা হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে এখন পর্যন্ত বগুড়া সদর থানায় কোন মামলা হয়নি।