বকশিশের জন্য রোগীর অক্সিজেন খুলে দেয়া সেই ওয়ার্ডবয় গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ১৭০৬ বার পড়া হয়েছে
বকসিস কম পাওয়ায় বগুড়ার সদর হাসপাতালের এক পরিচ্ছন্নকর্মী অক্সিজেন মাস্ক খুলে নিলে মৃত্যু হয় রোগীর। এ ঘটনায় অভিযুক্ত পরিচ্ছন্নাকর্মী আসাদুল ইসলাম ধলুকে গ্রেফতার করেছে রেব।
ভোরে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। অতীতেও আসামী ধলুর বিরুদ্ধে দালালীসহ নানা অভিযোগ ছিলো বলে জানায় হাসপাতাল কতৃপক্ষ। রেব জানায়, রোগীকে ভর্তির জন্য ২শ’ টাকা দেয়ার কথা থাকলেও ধলুকে ৫০ টাকা কম দেয়ায় অক্সিজেন মাস্ক খুলে নেয় সে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। হাসপাতালে কতৃপক্ষের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ময়নাতদন্তের পর আসল ঘটনা বেরিয়ে আসবে বলে মনে করছে রেব। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এসব দালালদের অপসরনে আরো তৎপর হওয়ার আহবান রেবের।