নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনের ফ্ল্যাটে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে
- আপডেট সময় : ০৩:২২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনের ফ্ল্যাটে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন ৭ জন। এছাড়া বিস্ফোরণে ওই ফ্ল্যাটের পাঁচটি কক্ষসহ পাশের আরও দুটি বাড়ির দেয়াল ভেঙ্গে গেছে।
আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার ভোরে ফতুল্লার লালখাঁর মোড়ে মোক্তার মিয়ার পাঁচতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৬টার সময় বিকট শব্দে ফ্ল্যাটটিতে বিস্ফোরণ ঘটে।এতে পাশের আরও দুটি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিস্ফোরণে ফ্ল্যাটের পাঁচটি কক্ষ ও পাশের বাসার দুটি কক্ষের দেয়াল উড়ে গেছে। এ ঘটনায় মায়া রানী ঘটনাস্থলেই দেয়ালের নিচে চাপা পড়ে মারা যান। পরে আহত ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, রান্নাঘরের গ্যাস কোনো কক্ষে জমে ছিল। তা থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।