শুধু চুনোপুঁটিরা নয়, দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত রাজউকের রাঘব বোয়ালরা
- আপডেট সময় : ০৩:২৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
শুধু চুনোপুঁটিরা নয়, দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত রাজউকের রাঘব বোয়ালরা। পরিচালক,প্রধান প্রকৌশলী, কিম্বা চেয়ারম্যান কেউ কারো চেয়ে কম যান না। অন্যের প্লট আত্মসাৎ, নিজের প্লট বরাদ্দসহ নিয়ম বহির্ভূতভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
একজন সাধারণ গ্রহীতা ও মুক্তিযোদ্ধা পরিবারের সময়মতো কিস্তি পরিশোধ করতে না পারার সুযোগে পূর্বাচল উহশহরে ৩০ কোটি টাকা মূল্যের ১০ কাঠা প্লট নিজের নামে করে নেন রাজউকের তৎকালীন চেয়ারম্যান সুলতান আহমেদ। মিথ্যা তথ্য দিয়ে দুর্নীতির মাধ্যমে আরো অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
উত্তরা আবাসিক এলাকার ১৭/এইচ সেক্টরের ৬ নম্বর সড়কের ২০ নম্বর প্লটটি সামসুল আলম নামের এক ব্যক্তির নামে চুড়ান্ত বরাদ্দপত্র দেয়া হয়।পরবর্তীতে সামসুল আলমের মৃত্যু হলে, তিনকাঠার প্লট স্বজনদের বুঝিয়ে না দিয়ে উল্টো, ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে রাজউকের সাবেক পরিচালক আনিসুর রহমানের বিরুদ্ধে।
২০১৯ সালের ২৮ মার্চ বনানীর ১৭ নম্বর রোডের এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭ জন নিহত এবং ৭০ জনেরও বেশি মানুষ আহত হন। সে ঘটনায়, নকশা জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন খাদেমসহ চারজনের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ গঠন করেছে আদালত। নকশা অনুমোদনে অবৈধ লেনদেন হয়েছে বলে অভিযোগপত্রে উঠে এসেছে।
রাজউক থেকে প্লটসংক্রান্ত সরকারি নথিপত্র চুরি করে এবং অবৈধভাবে রাজউকের বিভিন্ন কর্মকর্তাকে দাফতরিক কাজে ব্যবহার করে রাজউক, পূর্বাচল, বাড্ডা, নিকুঞ্জ, উত্তরা এবং কেরানীগঞ্জে নামে-বেনামে অন্তত দুই শতাধিক প্লট নিজের করে নেন আলোচিত সন্ত্রাসী গোল্ডেন মনির।
রাজউকের প্রকল্প পরিচালক লতিফ হেলালীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগ পাওয়া গেছে, প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিকের বিরুদ্ধে।নিজের ও স্বজনদের নামে-বেনামে বাড়ি-গাড়ি ক্রয় করেছেন তিনি।
তারা বলছেন, উচ্চপদস্থ কর্মকর্তারা দুর্নীতির সাথে জড়িয়ে পড়ায়,রাজউককে সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করা যায়নি।