দেড় বছর পর আজ শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা

- আপডেট সময় : ০১:৩৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
করোনার কারণে বন্ধ থাকার দেড় বছর পর আজ শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা। সারাদেশে ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ করে এসএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
করোনার হঠাৎ থাবায় দেড় বছর আগে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। সংক্রমণ ৫ শতাংশের নিচে নেমে আসায় এসএসসি ও সমমানের পরীক্ষার ব্যবস্থা নিয়েছে শিক্ষাবোর্ড। নির্দিষ্ট সময়ের প্রায় সাড়ে ৮ মাস পর রোববার থেকে শুরু হয় ১১টি বোর্ডের পরীক্ষা। পরীক্ষায় বসেছে ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ শিক্ষার্থী।
শুধু গ্রুপভিত্তিক বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষার তিনটি বিষয়ে পরীক্ষা নেয়া হবে। দেড়ঘন্টা সময়ের নেয়া পরীক্ষায় কমিয়ে আনা হয়েছে নম্বর। অন্য আবশ্যিক ও চতুর্থ বিষয়ের পরীক্ষা হবে না। এসব বিষয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে করে নম্বর দেয়া হবে।
তবে যে কারণে এতো কিছু সেই করোনার ভয় যেন নেই কারো। স্বাস্থ্যবিধি মানতে উদাসীন অভিভাবকরা। রাজধানীর মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে যান শিক্ষামন্ত্রী ডা: দিপুমনি।পরিদর্শন শেষে বলেন, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে, ছাড় দেয়া হবেনা।
এসএসসি পরীক্ষার্থীদের সেভাবে টিকা দেয়া না গেলেও, এইচএসসি পরীক্ষার্থীদের টিকার আওতায় আনতে চায় সরকার। করোনা পরিস্থিতি আরো স্বাভাবিক হলে, আগামী বছর পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হবে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা ফলাফল এক মাসের মধ্যে দেয়ার কথা জানান শিক্ষামন্ত্রী।