নির্বাচন পরবর্তী সহিংসতায় গাইবান্ধায় গুলিবিদ্ধ হয়ে এক জনের মৃত্যু
- আপডেট সময় : ০৫:৪২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ১৮২৬ বার পড়া হয়েছে
নির্বাচন পরবর্তী সহিংসতায় আজও গাইবান্ধায় গুলিবিদ্ধ হয়ে এক জন মারা গেছে। বল্লমঝাড় ইউনিয়নের গুলিবিদ্ধ যুবক রংপুর হাসপাতালে মারা যান।এদিকে, সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য আব্দুর রউফ হত্যার প্রধান আসামী আরিফ মিয়াকে গ্রেফতার করেছে রেব। নির্বাচনী সহিংসতা নয়, পূর্ব শুত্রুতার জেরে হত্যা করা হয়েছে বলে জানান তারা।
১১ নভেম্বর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন আব্দুর রউফ। পরিদনি স্থানীয় যুবক আরিফ মিয়ার হাতে খুন হন তিনি। ঘটনার পর, অভিযুক্তর বাড়ি ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনগণ। গেলরাতে পঞ্চগড় জেলার বোদা উপজেলা থেকে প্রধান আসামী আরিফকে গ্রেফতার করে রেব। তবে, নির্বাচনী সহিংসতা নয় পূর্ব শত্রুতার জেরে হত্যা করা হয়েছে বলে জানায়, তারা।
এদিকে রোববার সকালে বল্লমঝাড় ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডে ভোট গগনার সময় গুলিবিদ্ধ যুবক হামিদুল মিয়া রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পুনরায় ভোট গননার দাবিতে সদর উপজেলার বাদিয়াখালী ইউপিতে বিক্ষোভ করছে এক পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকরা। এ নিয়ে এলাকায় অসন্তোষ বিরাজ করছে বলে জানায়, মানবাধিকার কর্মীরা।
দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে নিহতের স্বজনরা।