যশোরে এবার আগাম শীতকালীন সবজির ফলন কম
- আপডেট সময় : ০৮:২৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
যশোরে এবার আগাম শীতকালীন সবজির ফলন কম হয়েছে। বাজারে সবজির দাম চড়া হলেও খুশি হতে পারছে না চাষীরা। অসময়ে তাপদাহ ও ভারী বৃষ্টিপাতের ফলে জেলায় এবার ৩৫ থেকে ৪০ ভাগ সবজির ক্ষতি হয়েছে। উৎপাদন কমে যাওয়ায় লোকশানের আশংকা করছে কৃষক। সার ও কীটনাশকসহ চাষে খরচ বেড়ে যাওয়ায় উৎপাদিত সবজির সঠিক মুনাফাও পাচ্ছে না তারা। এদিকে, বাজারে সবজির দাম উর্দ্ধগতির জন্য পাইকাররা দুষছেন খুচরা ব্যবসায়ীদের।
দেশের ৬০ ভাগ সবজি উৎপাদন হয় যশোর অঞ্চলে। সিংহভাগই হয় যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, আব্দুলপুর, সাতমাইল ও চৌগাছা উপজেলার তৎসংলগ্ন এলাকায়। এ অঞ্চলে আগাম শীতকালীন বাধাকপি, ফুলকপি, সিম, মুলা, পেঁপেসহ নানা সবজির চাষ হয়।অতিবৃষ্টি ও তাপদাহে প্রায় ৪০ ভাগ সবজির ক্ষতি হওয়ায় লোকসানের শংকায় কৃষকরা।
চাষীরা জানান, ডিজেল, সার, কীটনাশক ও সেচসহ চাষের খরচ বৃদ্ধিতে উৎপাদন কমে যাওয়ায় আশানুরুপ দাম পাচ্ছেন চাষীরা।
খুচরা ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা, পরিবহন ও ইজারাদারদের ভাড়াসহ বেশ কয়েকজনের হাতবদলের কারণে বাজারে সবজির এমন দাম বৃদ্ধি বলে জানান ব্যবসায়ীরা।
শীতকালীন সবজি আবাদে এবার পিছিয়ে এ অঞ্চলের চাষিরা।
জেলায় এবছর ২৭শ’ হেক্টর জমিতে শীতকালিন সবজির আবাদ হয়েছে।