রাজাপাকশে চার জাতি টুর্নামেন্টে দেশের পারফরম্যান্সে সন্তুষ্ট নন বাফুফে’র সভাপতি
- আপডেট সময় : ০৮:৩৯:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
শ্রীলংকায় রাজাপাকশে চার জাতি টুর্নামেন্টে বাংলাদেশ পারফরম্যান্সে সন্তুষ্ট নন ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। জানিয়েছেন দ্রুতই পরিবর্তন আসবে বাংলাদেশ ফুটবলে। মোহামেডান ফুটবল কমিটির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন বাফুফে সভাপতি। বৈঠকে আলোচনা হয়েছে ক্লাবের খেলোয়াড় দলবদল নিয়েও।
শ্রীলংকায় চার জাতি টুর্নামেন্টে মালদ্বীপের বিপক্ষে খেলছে বাংলাদেশ। বাফুফে ভবনে টিভি স্ক্রিনে ছেলেদের খেলা দেখছেন ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। সঙ্গী মোহামেডান ফুটবল কমিটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর।
বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচ দেখতে দেখতে বাংলাদেশ ফুটবল নিয়ে আলোচনা হয়েছেন অনেক। তবে, আলোচনায় গুরুত্ব পেয়েছে ক্লাবগুলোর দলবদল। বৈঠক শেষে জানিয়েছেন গোলাম মোহাম্মদ আলমগীর।
পয়েন্ট ভাগাভাগিতে শ্রীলংকায় চার জাতি টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচ মালদ্বীপকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে জামাল ভূইয়ারা। টিকে আছে ফাইনালের লড়াইয়ে। তারপরও বাংলাদেশের পারফরম্যান্সে খুশি হতে পারছেন না বাফুফে সভাপতি।
দেশের ফুটবল উন্নয়নে ক্লাবগুলোর গুরুত্ব অপরিসীম। তাই ক্লাব ফুটবল উন্নয়নের বিকল্প দেখছেন না বাফুফে বস।
জামাল-তপুদের এমন উল্লাস অব্যাহত থাকুক। এগিয়ে যাক দেশের ফুটবল।