রাজধানীতে বৈজ্ঞানিক কর্মকর্তা হত্যার ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:৪৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
রাজধানীর শ্যামলীর হলিল্যান্ড গলিতে ছুরিকাঘাত করে গম গবেষণাকেন্দ্রের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহিদকে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে রেব।গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন হত্যার পরিকল্পনাকারী।অপরজন ‘খুনে’র সঙ্গে জড়িত। রেবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, আজ সোমবার সংবাদ সম্মেলনে গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে এসে ছুরিকাঘাতে গুরুতর আহত হন আনোয়ার শহিদ। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই তিনি মারা যান। স্বজন ও পুলিশের ধারণা, শহিদকে কল্যাণপুরের বাসা থেকে ডেকে এনে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ছুরিকাঘাতের দৃশ্য ঘটনাস্থলের একটি বাড়ির ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়েছে। সন্ধ্যা ৭টা ১৩ থেকে ৭টা ১৫ মিনিটের মধ্যে খুনের ঘটনাটি ঘটে। আনোয়ার শহিদ গাজীপুরের জয়দেবপুর গম গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন।