সিনহা হত্যা মামলার চলমান বিচারকার্যের সপ্তম দফার সাক্ষ্যগ্রহণ চলছে

- আপডেট সময় : ০১:৪৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার চলমান বিচারকার্যের সপ্তম দফার সাক্ষ্যগ্রহণ চলছে। সকালে এসআই কামাল হোসেনের জবানবন্দি নেয়া শুরু হয়। আরও পাঁচজন আজ সাক্ষী দেবেন। জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট ফরিদুল আলম।
এদের মধ্যে একজনকে রি-কল সাক্ষী হিসেবে ডাকা হয়েছে। সপ্তম দফার সাক্ষ্যগ্রহণ চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। অন্য সাক্ষীরা হলেন, পরিদর্শক মানস বড়ুয়া, কনস্টেবল মোশারফ, ওসি এবিএম এস দৌহা, এএসপি জামিলুর ও রি-কল সাক্ষী সার্জেন্ট আইয়ুব। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরুর আগে অন্যদিনের মতো সকালে ওসি প্রদীপ কুমারসহ ১৫ আসামিকে আদালতে আনা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, মামলায় ৮৩ সাক্ষীর মধ্যে পঞ্চম দফায় মামলার ৩৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ। ষষ্ঠ দফায় ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সাক্ষ্যগ্রহণের জন্য আদালত মামলার আরও ২৪ সাক্ষীকে সমন দেয়া হয়।