বরিশাল ও যশোরে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা’র টিকাদান কর্মসূচির শুরু
- আপডেট সময় : ০৫:৪১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
বরিশাল ও যশোরে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা ভাইরাস টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। দুই জেলায় ভ্যাকসিন নেবে ৪৮ হাজার ৪০৩ জন শিক্ষার্থী।
বরিশালে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সকালে বরিশাল ক্লাব টিকাদান কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। আগামী ২৫ নভেম্বরের মধ্যে বরিশাল মহানগরী ও জেলার মোট ২৪ হাজার ৪০৩ জন শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে। আজ প্রথম দিন ১ হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়।
যশোরেও সকাল থেকে শুরু হয়েছে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি। প্রথম পর্যায়ে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের এই টিকার আওতায় আনা হয়েছে। যশোর পিটিআই স্কুলে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ তমিজুল ইসলাম খান। জেলায় টিকা নেবে ৪৮ হাজার শিক্ষার্থী। আগামী ২৫ নভেম্বরের মধ্যে সকল শিক্ষার্থীদের প্রথম ডোজের টিকা দেয়া শেষ হবে।