মেহেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবহন চালক ও শ্রমিকদের প্রশিক্ষণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
মেহেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবহন চালক ও শ্রমিকদের প্রশিক্ষণ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
সকাল সাড়ে দশটার সময় জেলা প্রশাসকের কার্যালয় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বিভিন্ন যানবাহন দ্বারা শব্দ দূষণের প্রভাব ও তার প্রতিকার সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় পরিবহন চালক ও শ্রমিক প্রতিনিধিরা শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপের পরামর্শ দেন। জেলা প্রশাসন আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন মোটর শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সারোয়ার। সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা শাখার পরিচালক আতাউর রহমান।