করোনা ভ্যাকসিন উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা রয়েছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
করোনা ভ্যাকসিন উৎপাদনে বাংলাদেশের সব সক্ষমতা রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা– ভ্যাকসিন তৈরির বাধাগুলো সরিয়ে নিতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। সংসদে বিশেষ আলোচনায় তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য ও জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তন সম্ভব, তা আজ প্রমানিত। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা বজায় থাকলে সব ক্ষেত্রেই আন্তর্জাতিক স্বীকৃতি মিলবে বলেও মনে করেন তিনি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার সকালে শুরু হয় সংসদের ১৫তম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনা। বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরষ্কার ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্যা ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি প্রবর্তন করায়, সংসদে বিশেষ আলোচনায় অংশ নেয় সংসদ সদস্যরা।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এ পুরষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতাকে নস্যাৎ করতে পাকিস্তানের দোসররা ৭৫ পরবর্তী সময়ে দেশকে পিছিয়ে দিয়েছিল।
করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত উল্লেখ করে টিকা উৎপাদনে দেশের সক্ষমতার কথা তুলে ধরেন তিনি।
বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ কখনো থামাতে পারবে না বলেও অঙ্গীকার করেন সরকার প্রধান।
আলোচনা শেষে ধন্যবাদ প্রস্তাবটি ভোটে দিলে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।