জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য হাসিবুর রহমান আল গালিব গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৪৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
পাওনা টাকা ও জমি আত্মসাত করতে গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদকে খুন করা হয়েছে বলে জানায় রেব। এদিকে, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম– সিটিটিসি ইউনিট নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য হাসিবুর রহমান আল গালিবকে গ্রেফতার করেছে। এছাড়া, গত রাতে পেশাদার চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। আলাদা আলাদা তিনটি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়, আইন-শৃঙ্খলা বাহিনী।
রাজধানীর শ্যামলীতে গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যার পেছনে পাওনা টাকা ও জমি আত্মসাতের উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে রেব। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জাকির হোসেন ও তার সহযোগী সাইফুলকে গ্রেফতারের পর এসব তথ্য বেরিয়ে এসেছে।
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অনলাইন দাওয়াহ শাখার প্রধান হাসিবুর রহমান আল গালিবকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম ইউনিট। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, অনলাইন জঙ্গিবাদের কথিত ত্রিরত্ন’র একজন এই হাসিবুর।
নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পেশাদার সিঁধেল চোর চক্রের ৪ সদস্যকে দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি করা ১২টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে আইন-শৃঙ্খলাবাহিনী রাজধানীসহ সারাদেশে অপরাধ দমনে আরও কঠোর ভূমিকা রাখবে বলে জানান।