একুশে পদক প্রাপ্ত প্রখ্যাত কথা-সাহিত্যিক হাসান আজিজুল হকের জানাজা ও দাফন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
একুশে পদক প্রাপ্ত প্রখ্যাত কথা-সাহিত্যিক হাসান আজিজুল হকের জানাজা ও দাফন। রাজশাহীর নিজ বাড়ীতে সোমবার রাতে তিনি ইন্তেকাল করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুরে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে তাঁর মরদেহ নেয়া হবে। বাদ জোহর জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে৷ মৃত্যুর সময় হাসান আজিজুল হকের বয়স হয়েছিল ৮৩ বছর। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। হাসান আজিজুল হকের জন্ম ১৯৩৯ সালের ২রা ফেব্রুয়ারি।