চার জাতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিতের মিশনে আজ মাঠে নামবে বাংলাদেশ
- আপডেট সময় : ১২:১৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
মাহিন্দা রাজাপাকসে চার জাতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিতের মিশনে আজ মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলংকা। রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।
এ ম্যাচে ড্র করলেই ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। হারলে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচের দিকে। শেষ ম্যাচে শক্তিশালী মালদ্বীপকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ। জয়ের ধারা ধরে রেখে শ্রীলংকাকেও হারাতে মরিয়া জামাল ভূইয়ারা। দুই ম্যাচে ১ জয় আর এক ড্রতে টেবিলের শীর্ষে বাংলাদেশ। অন্যদিকে, ফাইনালে যাওয়ার সমীকরণে আছে স্বাগতিক শ্রীলংকাও। তবে, সে ক্ষেত্রে বাংলাদেশকে হারানোর বিকল্প নেই তাদের। সমান ম্যাচে এক ড্র, এক হারে তালিকার তলানিতে লঙ্কানরা। এদিকে, গ্রুপের অন্য ম্যাচে লড়বে সিশেলস ও মালদ্বীপ। ড্র করলেই ফাইনালে যাবে সিশেলস। বিপরীতে শিরোপার মঞ্চ নিশ্চিত করতে হলে সিশেলসকে বড় ব্যবধানে হারাতে হবে মালদ্বীপকে।