নতুন আবেদন গ্রহণের সুযোগ নেই : সংসদে জানালেন আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ চেয়ে করা আবেদন, ৪০১ ধারায় বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসনের সাজা বর্তমানে স্থগিত আছে। বিদেশ যেতে হলে তাকে আবার জেলে গিয়ে আবেদন করতে হবে। সংসদে এক এমপি’র বক্তব্যের জবাবে আইনমন্ত্রী একথা জানান।
বিএনপি’র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, শারীরিক অবস্থা বিবেচনা করে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার দাবি করেন। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারামতে, এ সুযোগ দেয়ার এখতিয়ার সরকারের রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এই বক্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়াকে বিদেশ যেতে দেয়ার সুযোগ নেই। বর্তমানে সাজা স্থগিত করায় তিনি বাসায় আছেন। ৪০১ ধারার ভিত্তিতেই এই সুযোগ পেয়েছেন তিনি। খালেদা জিয়ার পক্ষে করা আবেদনে কোনো ধারার উল্লেখ না থাকায় সরকার খুঁজে এ ধারা বের করেছে। আবেদনটি ৪০১ ধারার আলোকেই নিষ্পত্তি হয়েছে। একই ধারায় বিষয়টি আর পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই বলে জানান আইনমন্ত্রী।