স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের ঘটনায় ৪ কর্মচারীকে সাময়িক বরখাস্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ১৭টি গুরুত্বপূর্ণ নথি গায়েবের ঘটনায় ৪ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আলী নূর।
দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের ঘটনায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের চার কর্মচারীকে চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী বরখাস্ত হওয়া চার কর্মচারী হলেন- ক্রয় ও সংগ্রহ শাখা-২ এর সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আয়েশা সিদ্দিকা ও জোসেফ সরদার এবং প্রশাসন-২ এর অফিস সহায়ক বাদল চন্দ্র গোস্বামী ও প্রশাসন-৩ শাখার অফিস সহায়ক মিন্টু মিয়া। এর আগে ২৭ অক্টোবর স্বাস্থ্য শিক্ষা বিভাগের ২৯ নম্বর কক্ষ থেকে বিভিন্ন হাসপপাতালের ক্রয় সংক্রান্ত ১৭টি গুরুত্বপূর্ণ নথি গায়েব হয়।