ঢাকায় পাকিস্তান স্কোয়াডে যোগ দিয়েছেন বাবর আজম ও শোয়েব মালিক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে ঢাকায় পাকিস্তান স্কোয়াডে যোগ দিয়েছেন দলের অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক।
সকালে বাবর ও মালিককে বহনকারী ফ্লাইটটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। করোনা পরীক্ষায় নেগেটিভ হলে কোয়ারেন্টাইন ছাড়াই অনুশীলনের অনুমতি পাবেন এই দুই ক্রিকেটার। বিশ্বকাপের সেমিফাইনাল শেষে নির্ধারিত সূচির আগেই ঢাকায় চলে আসে পাকিস্তান দল। ছুটি কাটানোর কারণে দলের সাথে তখন আসেননি বাবর আজম ও শোয়েব মালিক। সোমবার থেকে শুরু হয়েছে পাকিস্তানের চারদিনের অনুশীলন।