উল্লাপাড়া সদর হাসপাতালের খাবারের মান নিয়ে অভিযোগ
- আপডেট সময় : ০১:৪৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৬২০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ার ৩০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে সরবরাহকৃত খাবারের মান নিয়ে অভিযোগ উঠেছে রোগীদের। হাসপাতালে রোগীর বেডের উপর বিড়াল ছানাদের শুয়ে থাকতে দেখে মনে হয় বিড়ালের সাথেই যেন রোগীদের বসবাস। তবে কর্তৃপক্ষ বলছে দ্রুত এ সমস্যা সমাধান করা হবে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ার ৬ লক্ষ মানুষের চিকিৎসার জন্য পৌরশহরের কাওয়াক মোড়ে অবস্থিত ৩০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে রোগীর সাথেই যেন বসবাস বিড়াল ছানাদের। আর রোগীর পরিবর্তে কর্তব্যরত চিকিৎসকের চেম্বারে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্বে অসহায় হয়ে পড়েছেন সাধারণ রোগীরা। এতে একদিকে চিকিৎসা কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে অন্যদিকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।
হাসপাতালে খাবার পরিবেশন ও মান নিয়েও রয়েছে নানা অনিয়ম আর অভিযোগ। পর্যাপ্ত পরিমাণ খাবার না পাওযায় বাইরের খাবারেই রোগীদের একমাত্র ভরসা।এমন অভিযোগ স্বীকার করেই সমস্যা সমাধানের আশ্বাস এই কর্মকর্তার।
চিকিৎসা সেবা নিশ্চিতসহ সকল সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের।