টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৪:৪৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। এ উপলক্ষে বুধবার ভোর থেকে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ঢেকে গেছে ভাসানীর মাজার। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় মানুষ স্মরণ করে মহান এই নেতাকে। মাজারে প্রবেস পথে হামলার শিকার হোন ভিপি নুরসহ গণ অধিকার পরিষদের নেতারা।
মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে সকালে জড়ো হন অসংখ্য মুরিদান ও ভক্ত।
পুস্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান।
এরপর শ্রদ্ধা জানান ভাসানীর পরিবারের সদস্যরা। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল মাজারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।
দুপুরে শ্রদ্ধা জানাতে সন্তোষে মওলানা ভাসানীর মাজারে যান গণঅধিকার পরিষদের আহবায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব ভিপি নুরুল হক নুরুর সমর্থকরা। হামলার শিকার হন তারা। ছাত্রলীগ নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাদের ওপর হামলা চালান, অভিযোগ করেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিলুজ্জামান। হামলার কারণে ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে পারেন নি তারা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়, সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শ্লোগান শুনে প্রতিবাদী হয়ে উঠেন সংগঠনের নেতাকর্মীরা।
গণস্বাস্থ্য ট্রাস্টি ডা. জাফরুল্লাহ ও গণসংহতির জোনায়েদ সাকি মাজারে পুস্পস্তবক অর্পণ করেন। ভারত সীমান্তে হত্যার শিকার পরিবাকে ক্ষতিপূরণ দেয়ার দাবী জানান ড. জাফরুল্লাহ।
নিরহংকারী মানুষ মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৯৭৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন। মজলুম জননেতা ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহন করেন।কিন্তু তার পুরো রাজনৈতিক জীবনের কর্মকাণ্ড কাটে টাঙ্গাইলের সন্তোষের এই এলাকায়।