অতিরিক্ত ভাড়া আদায় : ঢাকা-আরিচা মহাসড়কে অভিযান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
অতিরিক্ত ভাড়া আদায়, ঢাকা-আরিচা মহাসড়কে ভোক্তা অধিদপ্তরের অভিযান।
ডিজেলের দাম বৃদ্ধির কারণে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার দ্বিগুণ নিচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন। এসব অভিযোগের ভিত্তিতে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায় বিভিন্ন গণপরিবহনে। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান ও জাগীর এলাকায় চলাচলরত বাসে অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়, বাসে ভাড়ার মূল্যতালিকা না টাঙানোসহ নানা অনিয়মের দায়ে ৫টি বাসের জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।