অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার সপ্তম দফার শেষ দিনে সাক্ষ্য গ্রহণ চলছে

- আপডেট সময় : ০৫:০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
কক্সবাজারে আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সপ্তম দফার শেষ দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। তদন্তকারী রেব কর্মকর্তার জবানবন্দির আলোকে আসামীপক্ষের আইনজীবীরা জেরা করছেন।
সকালে মামলার তদন্ত কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামকে জেরার মধ্যদিয়ে আদালতের বিচারিক কার্যক্রম শুরু হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা এবং দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম জানান, দিনব্যাপী মামলার তদন্ত কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামের সাক্ষ্যগ্রহণ চলে। আলোচিত এ মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আসামিপক্ষের আইনজীবীরা। আর এ কারণে আজ অন্য কোনো সাক্ষীর হাজিরা দেয়া হয়নি। আলোচিত এই হত্যা মামলায় গত ২৭ জুন ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এর আগে ওসি প্রদীপ ও ইন্সপেক্টর লিয়াকতসহ এ মামলার ১৫ আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়।