নির্মাণ সামগ্রীর দাম না কমালে সরকারি কাজ বন্ধের হুঁশিয়ারি রাজশাহীর ঠিকাদারদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
নির্মাণ সামগ্রীর দাম না কমালে সরকারি উন্নয়ন কাজ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহীর ঠিকাদাররা।
দুপুরে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সামনে আয়োজিত মানববন্ধনে তারা বলেন, নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক দর বৃদ্ধির প্রবণতা রোধের দাবি তাদের। এমন উদ্যোগ না নিলে কাজ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন তারা। কর্মসূচিতে বক্তব্য দেন, রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকদার সমিতি সভাপতি মাহফুজুল আলম লোটন, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক জামাত খান ও পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খাজা তারেক।