পরকিয়ার জেরে ৫ বছরের শিশু হত্যাকাণ্ডের ঘটনায় পিতাসহ পাঁচজন গ্রেফতার
- আপডেট সময় : ০৭:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৬৩০ বার পড়া হয়েছে
পরকিয়ার জেরে কুমিল্লার দেবিদ্বারে ৫ বছরের শিশু হত্যাকাণ্ডের ঘটনায় পিতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে রেব। আর ২০১৯ সালের ৯ নভেম্বর গুলিস্তান পার্ক এলাকায় বস্তাবন্দী ৫ বছরের শিশু সানির হত্যাকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। দুপুরে আলাদা দুটি সংবাদ সম্মেলনে এসব তথ্য দেয় আইন-শৃঙ্খলা বাহিনী।
গত ১১ নভেম্বর শিশু ফাহিমা নিখোঁজের পর থানায় জিডি করে তার বাবা। রোববার কুমিল্লার দেবিদ্বার এলাকায় কালভার্টের নিচে ৫ বছর বয়সী শিশুটির বস্তাবন্দি মরদেহ পাওয়া যায়। ঘটনাটি ব্যাপক আলোচিত হলে গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তি ব্যবহার করে, রহস্য উদঘাটন করে রেব। তারা জানায়, হত্যার মূল পরিকল্পনাকারী শিশুটির বাবা।
এ বিষয়ে বুধবার রাজধানীর কারওয়ান বাজারে, মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে রেব। এসময় সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, শিশুটির বাবা আমির হোসেনের সাথে লাইলি আক্তার নামে এক নারীর অনৈতিক সম্পর্কের জের ধরেই তাকে হত্যা করা হয়।
ফাহিমাকে হত্যার পর লাইলিকে বিয়ে করার কথা ছিল আমির হোসেনের। আটকের পর রেবকে এ কথা জানিয়েছে লাইলি আক্তার। এই হত্যাকান্ডে অংশ নেয়া আরও চারজনকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে রেব।
এদিকে, ২০১৯ সালের ৯ নভেম্বর গুলিস্তান এলাকায় বস্তাবন্দী ৫ বছরের শিশু; সানি হত্যার মূল আসামীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে নিজ শ্যালিকার ছেলেকে হত্যা করে চাঁন মিয়া ।
চাঁন মিয়া একজন ছিনতাইকারী এবং বিকৃত যৌনাচারে অভ্যস্ত বলেও জানান তিনি।