পূর্বাচলে প্লট বরাদ্দ নিয়ে রাজউকের অনিয়ম
- আপডেট সময় : ০১:২৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
পূর্বাচলে প্লট বরাদ্দ নিয়ে নানা অভিযোগ উঠেছে রাজউকের বিরুদ্ধে। ভুক্তভোগীরা বলছে বিভিন্ন অজুহাতে রাজউকের কিছু অসাধু কর্মকর্তারা স্থানীয় ক্ষতিগ্রস্থ বাসীন্দাদের বাদ দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে অন্যদের নামে প্লট বরাদ্দ দিয়েছে। ফলে, কয়েক যুগ ধরে বসবাসকারী মানুষগুলো এখন অনেকটা মানবেতর জীবনযাপন করছে।
বিনোদ আলী, কয়েক যুগ ধরে বসবাস করেছেন গাজীপুরের কালিগঞ্জ থানার বরকাউ গ্রামে।বাপ-দাদার ভিটেমাটি। তাদের কবর…. সবই এখন রাজউকের পূর্বাচলের নতুন ঢাকা প্রকল্পের অধীনে। সরকার যখন জমি অধিগ্রহণ করে, তখন শর্ত ছিল ক্ষতিগ্রস্তদের জন্য দেয়া হবে পূর্বাচলের প্লট। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বিনোদ আলির কপালে জোটেনি একটুকরো জমি।
অনুসন্ধানে দেখা গেছে, এরকম শতাধিক বিনোদ আলীর একই দশা। তাদের অভিযোগ রাজউকের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে মেলেনি মাথা গোঁজার ঠাঁই । ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এসএটিভির অনুসন্ধানে জানা গেছে, রাজউকের কর্মকর্তারা প্লট বাণিজ্য করতে পূর্বাচলের ২৬ নম্বর সেক্টরে। সঙ্গে বহিরাগতরা। সেখানেই ভুক্তভোগীদের তোপের মুখে পড়েন তারা।
এ বিষয়ে জানতে রাজউকের পূর্বাচল প্রজেক্ট ডিরেক্টরের কার্যালয়ে গেলে তাকে পাওয়া যায়নি।