তিন ম্যাচ সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত
- আপডেট সময় : ০১:৫৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ভারতের মাটিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারিয়েছে রোহিত শর্মার দল। জয়পুরে নিউজিল্যান্ডের দেয়া ১৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ বল হাতে রেখে জয় পায় স্বাগতিকরা। বিশ্বকাপে হারের প্রতিশোধ যেন নিলো ভারত।
টস হেরে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। নির্ধারিত ওভারের ৬ উইকেটে ১৬৪ রান তোলে সফরকারীরা। ইনিংস সর্বোচ্চ ৭০ রান করেন মার্টিন গাপটিল। এছাড়া ৬৩ রান করেন মার্ক ক্যাম্পম্যান। বাকীদের সুবিধা করতে পারেননি কেউই। দুটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও রবিচন্দ্রন অশ্বিন। জবাবে ব্যক্তিগত ১৫ রানে লুকেশ রাহুল ফিরলেও অধিনায়ক রোহিত শর্মা ও সূর্য্য কুমার যাদবের ব্যাটিং নৈপূণ্যে জয় পায় ভারত। ৪৮ করে আউট হন রোহিত। ৬২ করে অপরাজিত ছিলেন যাদব। ১৭ রানে যাদবের সঙ্গী রিশব পান্থ। শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।