বেআইনি কিছু করা সম্ভব নয় : সংসদে আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন আইনিভাবে পুনঃবিবেচনার সুযোগ নেই বলে আবারও জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সংসদে বিএনপির সংসদ সদস্যদের আবেদনের প্রেক্ষিতে এ কথা জানান তিনি। বাংলাদেশে আইনের শাসন থাকায়, এখানে আইন-বহির্ভুত কিছু করা সম্ভব নয় বলেও জানান আনিসুল হক।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৩ই নভেম্বর দ্বিতীয় দফায় হাসপাতালে ভর্তির পর সিসিইউতে রাখা হয়েছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছে তাঁর চিকিৎসা বোর্ডের ডাক্তাররা। এই দাবিতে এখন সোচ্চার বিএনপিও।
বৃহস্পতিবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বগুড়া ছয় আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ দলীয় নেত্রী খালেদা জিয়াকে মানবিক বিবেচনায় চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুরোধ জানান। না হলে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
কিন্তু এ আবেদন আইন অনুযায়ী অযৌক্তিক বলে জানান আইনমন্ত্রী। কোনভাবেই আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।
সংসদের ১৫তম অধিবেশনের শেষ দিনে ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল’ ও ‘বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড বিল’ সংসদে উত্থাপিত হয়।