গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
গণপরিবহনে অতিরিক্ত ভাড়া কেউ আদায় করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
দুপুরে ঢাকার তেজগাঁও মহিলা কলেজে এক অনুষ্ঠানশেষে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, বিষয়টি সরকার মনিটরিং করছে। প্রয়োজনে ট্যাস্কফোর্সের মাধ্যমে এটা বাস্তবায়ন করা হবে। পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে নিয়ে বিআরটিএ বৈঠক করে নতুন বাসভাড়া নির্ধারণ করেছে। কোন জটিলতা থাকার কথা নয়। এদিকে গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবিকে কেন্দ্র করে সড়ক অবরোধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, তেলের মূল্যবৃদ্ধির সাথে হাফ ভাড়ার কোন বিরোধিতা নেই। শিক্ষার্থীদের এই অধিকার বহু পুরনো।