বাংলাদেশ-পাকিস্তান টি-টুয়েন্টি’র টিকেট কিনতে মিরপুরে ছিলো উপচেপড়া ভিড়
- আপডেট সময় : ০৯:২৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ-পাকিস্তান টি-টুয়েন্টি সিরিজের টিকেট কিনতে মিরপুরে ছিলো উপচেপড়া ভিড়। সকাল থেকে টিকেট বুথের সামনে ভিড় করেন ক্রীড়াপ্রেমীরা। দীর্ঘ অপেক্ষার পর টিকেট পেয়ে উচ্ছ্বসিত দর্শকরা। তবে, টিকেট না পাওয়া, আর নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ করেছেন অনেকে। এ সময় করোনা সতর্কতার অনিয়মও চোখে পড়ে।
পুরনো চেহারায় ফিরছে মিরপুর স্টেডিয়াম। খেলার প্রাণ.. সেই দর্শক ফিরছে মাঠে।
সবশেষ জিম্বাবুয়ে সিরিজে হোম অব ক্রিকেটে পড়েছিলো দর্শকের পায়ের ছোয়া। এরপর শূন্য স্টেডিয়ামে মাঠে গড়িয়েছে সিরিজ, ছিলো নানান রকমের শর্ত। থাকতে হবে ভ্যাকসিন সনদ। বজায় রাখতে হবে মিনিমাম দূরত্ব। নির্ধারিত আসনের অর্ধেক টিকেট দিচ্ছে বিসিবি।
তাতেও আগ্রহের কমতি নেই দর্শকের মাঝে। সকাল থেকে বুথের সামনে ভিড় করেন ক্রীড়াপ্রেমীরা।
একটি টিকেট প্রাপ্তি তাদের এনে দেয় রাজ্যের হাসি।
তবে, টিকিট না পাওয়ার আক্ষেপ আর নির্ধারিত মূল্যের চেয়ে টাকা বেশি নিয়ে নেয়ার অভিযোগও ছিলো অনেকের কণ্ঠে।
করোনা সতর্কতায় নির্ধারিত আসনের অর্ধেক টিকেট দেয়া হচ্ছে। অথচ, স্বাস্থ্যবিধি মানার বালাই ছিলো না টিকেট প্রত্যাশীদের মাঝে। অনেকের মুখে ছিলো না মাক্স, ছিলো না হ্যান্ডসেনিটাইজারের ব্যবস্থা। এসব দেখার যেন কেউ নেই।
করোনার মাঝে মাঠে দর্শক ফেরানোকেই বড় প্রাপ্তি হিসেবে দেখেছে দেশের ক্রীড়াপ্রেমীরা।