গোগা ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ
- আপডেট সময় : ০৫:৪০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের পাঁচভূলোট দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহতরা জানান, নৌকা প্রার্থীর সমর্থকরা পাঁচভূলোট এলাকায় স্বতন্ত্র প্রার্থী তবিবর রহমানের নির্বাচনী অফিসে হামলা চালায়। এ সময় তারা অফিসটি ভাঙচুর করে। তবিবর রহমানের লোকজন বাধা দিলে নৌকার সমর্থকরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটনায়। এক পর্যায়ে তারা গুলিবর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলে উপস্থিত ফজর আলী, আশরাফুল ইসলাম গুলিব্ধি হন এবং রবিউল ইসলাম নামে অপর একজন বোমার স্প্লিন্টারে আঘাতপ্রাপ্ত হন।
মাদারীপুরের কালকিনিতে ইউপি নির্বাচনে পরাজিত এক সংরক্ষিত নারী প্রার্থীর স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যায় লক্ষ্মীপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। আহত আলমগীর হোসেনের স্ত্রী আসমা বেগম সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন।