নারায়ণগঞ্জের বন্দরে একটি তুলা মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের বন্দরে একটি তুলা মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
দুপুরে উপজেলার মনারবাড়ি এলাকায় মিলের আগুনের সূত্রপাত হয়। এতে মিলে থাকা মেশিনারিজ, তুলা ও তুলা তৈরির কাঁচা মালসহ পুড়ে যায়। প্রথমে আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন কারখানার ৫ শ্রমিক। পরে খবর পেয়ে বন্দর ,ডেমরা ও সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট প্রায় ২ঘন্টা চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।