খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে সারাদেশে গণঅনশন কর্মসূচি চলছে
- আপডেট সময় : ১২:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে সারাদেশে গণঅনশন কর্মসূচি চলছে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে খুলনায় সকালে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হতে থাকে বিএনপির নেতাকর্মীরা। তবে পুলিশের বাধায় কার্যালয়ের সামনে দাড়াতে পারেনি তারা। এ সময় বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দিয়ে পুলিশ দলীয় কার্যালয়ের ভিতরে পাঠিয়ে দেয়। পরে দলীয় কার্যালয়ের ভিতরেই অনশন কর্মসূচী পালন করে বিএনপি।
মানিকগঞ্জ জেলা বিএনপির গণ-অনশন পুলিশের বাঁধায় পন্ড হয়ে গেছে। সকাল ১০টার দিকে শহীদ রফিক সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে কর্মসূচী পালনে নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়।
ফেনীতেও গণ অনশন করছে জেলা বিএনপি। সকাল থেকে শহরের ট্রাংক রোডস্থ প্রেসক্লাব প্রাঙ্গণে অনশন কর্মসূচী শুরু হয়।
এদিকে একই দাবিতে নাটোরে গণঅনশন কর্মসুচি পালন করেছে বিএনপি। এ সময় বক্তারা বলেন, বেগম জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষনে। তিনবারের নির্বাচিত এই প্রধানমন্ত্রীর কিছু হলে এদায় সরকারকেই নিতে হবে। আইনের মধ্যে থেকে বেগম জিয়ার বিদেশে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহবান জানান বক্তারা।