৯৯৯ কল করে ইভটিজিং-এর হাত থেকে রক্ষা পেল দুই বান্ধবী
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২০:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করে ইভটিজিং-এর হাত থেকে রক্ষা পেল দুই বান্ধবী। আটক অভিযুক্ত ইজিবাইক চালককে ৩ মাসের কারাদান্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় শিবচর পৌর এলাকার কলেজ মোড় থেকে ইজিবাইকে ওঠে দুই বান্ধবী। ইজিবাইকে অন্যকোন যাত্রী না থাকায় চলতি পথে দুই বান্ধবীকে ইভটিজিং শুরু করে চালক হিরু খান। অকথ্য ভাষায় গালিগালাজ ও বাজে মন্তব্য করে সে। পরে পুলিশের জরুরী সেবা ট্রিপল নামাম্বরে কল দেয় ভুক্ত ভোগীরা। তাৎক্ষনিক পুলিশ তাদের উদ্ধার করে। পাশাপাশি আটক করা হয় হিরু খানকে। পরবর্তী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত ইজিবাইক চালককে তিনমাসের কারাদন্ড দেন বিচারক ও শিবচর উপজেলা ভুমি সহকারী কমিশনার রকিবুল হাসান।