দেশে শিক্ষিত বেকার কমাতে কর্ম উপযোগী শিক্ষা প্রদানের কথা বলেছেন শিক্ষামন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
দেশে শিক্ষিত বেকার কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্ম উপযোগী শিক্ষা প্রদানের কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনা সভা শেষে সাংবাদিকদেরকে একথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজগুলোতে শিক্ষার মান আরও উন্নত, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আলোচনা করা হচ্ছে। এ সময় রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।