ইউপি নির্বাচনে আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের প্রতি কঠোর হুঁশিয়ারি চিফ হুইপের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী।
দুপুরে মাদারীপুরের শিবচর পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। এসময় আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি ও দলীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে কঠোর নির্দেশ দেন চিফ হুইপ। এর আগে, তিনি শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জিন এক্সপার্ট রুমের উদ্বোধন করেন। চিফ হুইপ আরো বলেন, ভোট ও ভাতের অধিকারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগ্রাম করেছেন। সেই অধিকার রক্ষায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে পছন্দ করবে তাকেই ভোট দেবে।